ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পূ র্ব শ ত্রু তার জেরে ৬টি বসতঘরে আ গু ন ও লুটপাট

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জেরে ৬টি বসতঘরে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে হামালাকারীদের আক্রমন ও বাধার মুখে আগুন নেভাতে পারেনি তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই গ্রামের রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়াসহ তাদের ভাই-ভাতিজার ৬টি বসতঘর লুটপাট করে তাতে আগুন ধরিয়ে দেয় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়াসহ অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল, আসবাবপত্র ও ধান-চালসহ ৬টি বসতঘর ভস্মীভূত হয়। এসময় পেট্রোল ঢেলে টিনশেড ও আধপাকা বসতিগুলোয় একযোগে অগ্নিসংযোগ করে তারা।

রফু মিয়া বলেন, চৌধুরীপাড়া গ্রামের আল-আমিন মেম্বার, বশির, কামাল উদ্দিন, আলাউদ্দিন তাদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি লাঠিয়াল বাহিনী অতর্কিত হামলা চালিয়ে আমাদের সর্বস্ব লুটে নেয়। পরে পেট্রোল ঢেলে আমাদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় আমরা একটি বসতঘরের ছাদে উঠে প্রাণে বাঁচি। খবর পেয়ে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।

তবে ইউপি সদস্য আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ আমার পরিবারের কেউই ওই ঘটনার সাথে জড়িত নই।

তিনি জানান, রফু ও তাদের প্রতিপক্ষ আল আমিনদের সঙ্গে ধান কাটা ও জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ধাওয়া পাল্টা ধাওয়াসহ এমন ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি মধ্যযুগীয় বর্বর ও নারকীয় ঘটনা। পূর্বশত্রুতার জেরেই মূলত এ ঘটনার সূত্রপাত হয়। রফু ও ফজলু মিয়ার সাথে একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আল-আমিন ও মৌলারপাড় গ্রামের দিলো মিয়ার পুত্র আল-আমিন গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছিল বলে তারা জানান।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শনে একটি ন্যাক্কারজনক ঘটানো দৃশ্যমান হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থলে পৌঁছালে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, বল্লম, সুলফি ও দেশিয় অস্ত্র নিয়ে অগ্নি নির্বাপণে বাধা প্রদান করে আমাদের ওপর চড়াও হয়।

৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।