ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পূ র্ব শ ত্রু তা র জের ধরে এক কৃষককে কু পি য়ে হ ত্যা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (২২ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আহমেদ শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়েই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার গ্রুপের সাথে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এর আগে গত ১২ আগস্ট পল্টু-হালিম গ্রুপের সাথে আনছার আলী গ্রুপের কয়েক দফায় হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিল। এরই এক পর্যায়ে রোববার রাতে আহম্মদে শরীফসহ কয়েক জনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দারের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফকে হত্যা করে। এ সময় পল্টু, আলিম, সেলিম ও সেলিমের ছেলে সোয়াইব আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।