
একটি পেঁপে বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত তপন হোসেন (২৭) গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙা হিন্দুপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরে গাংনী উপজেলার হাড়াভাঙা-সাহেবনগর গ্রামের ইন্ডিয়া মাঠ নামক স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে, সকাল ৯টার দিকে পেঁপে বাগানে কাজ করতে আসা কৃষকরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, আমার কাছে সকালে ফোন আসে হাড়াভাঙা মাঠে একটি মরদেহ পড়ে আছে। পরে আমি ও পুলিশ সদস্যরা মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করতে থাকি। এর প্রায় এক ঘণ্টা পরে রুপা খাতুন নামে একজন এসে মরদেহটি তার স্বামী তপন হোসেনের বলে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, তবে কী কারণে তাকে মেরে ফেলা হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গণমাধ্যমকে বলেন, হাড়াভাঙার মাঠের একটি পেঁপে বাগান থেকে তপন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে রাতের আধারে কে বা কারা মেরে মাঠের মধ্যে ফেলে রেখেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
রুপা খাতুন বলেন, শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যান তপনকে। তারপর অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, রাতে আমরা অনেক খোঁজাখুজি করেও তপনের কোনো সন্ধান পাইনি। পরে রোববার সকালে শুনতে পাই মাঠে একটা মরদেহ পড়ে আছে। এসে দেখি মরদেহটি আমার স্বামীর। আমি এই হত্যার বিচার চাই।