ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পেহেলগামে ভয়াবহ হা ম লা র তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৭, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করায় দিল্লি-ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুধু তাই নয়, সীমান্তে সেনাদের মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময় হয়েছে। অন্যদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এমন অবস্থায় পেহেলগামে ভয়াবহ হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে।

 

রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের তথ্যমতে, হামলাকারীরা কোকেরনাগের জঙ্গল হয়ে ২০ থেকে ২২ ঘণ্টা হেঁটে পেহেলগামে বৈসারন উপত্যকায় পৌঁছেছিল।

 

ঘটনার দিন, স্থানীয় একটি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী বেরিয়ে আসে। প্রথমে তারা চারজনকে কাছ থেকে গুলি করে হত্যা করে। এ দৃশ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিন-সেদিক ছুটতে থাকে। সেসময়, অন্য দুই জঙ্গি গুলি চালাতে শুরু করে। হামলায় একে-৪৭ ও এম৪ রাইফেল ব্যবহৃত হয়েছে।

 

হামলার আগে সন্ত্রাসীরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় চারজন অংশ নিয়েছিল। এরমধ্যে আদিল ছিলেন স্থানীয়। বাকি তিনজন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে।

 

এদিকে, পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে । সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতও করেছে ভারত।

 

পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে পাকিস্তান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।