শুক্রবার (১২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে ফার্মেসি ব্যবসায়ী সুভাষ পাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) দ্বীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লা শ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পালের ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লা শ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।