
সিলেট নগরীর পৌর বিপণি মার্কেটের আব্দুল মুন্না কটন শপে ফোমের কাভার পরিবর্তনকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে এক নারী ক্রেতা ও তাঁর ছেলে আহত হন।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার পর ঘটে বলে জানা গেছে।
আহত মা ও ছেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার কিছুক্ষণ পর আহতদের স্বজনরা দোকানের সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে মার্কেট কর্তৃপক্ষ ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর আহত মা ও ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আগামীকাল (বুধবার) সমাধানের আশ্বাস দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।