
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ।
গত ১৮ অক্টোবর – লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে নেয়া হচ্ছে দলীয় ব্যবস্হা সেখানে শাহিন রয়েছেন ঠিক আগের মত! শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিলেট ল” কলেজের ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম সাহেদ।
তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, সিলেট ল’ কলেজ ছাত্রদল সভাপতি শাহিন আহমদ এর নামে রাইজিং সিলেট অনলাইন পত্রিকায় “লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে নেয়া হচ্ছে দলীয় ব্যবস্হা সেখানে শাহিন রয়েছেন ঠিক আগের মত ! ” শিরোনামের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি প্রতিবাদ লিপিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুসংগঠিত বৃহৎ ছাত্র সংগঠন, সিলেট মহানগর ছাত্রদলের অধীনস্থ সিলেট ল’ কলেজ ছাত্রদল একটি পরিছন্ন ও সুশৃঙ্খল ইউনিট।
আমাদের সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ একজন পরিছন্ন ও ক্লীন ইমেজের ছাত্রনেতা হওয়ায় সিলেটের অনেক সিনিয়র রাজনীতিবিদদের আস্তা ও ভালবাসার জায়গায় স্থান করে নেওয়াতে এবং আগামী দিনে সিলেট জেলা বা মহানগর ছাত্রদলের কমিটিতে ভালো কোন পদ পদবীতে যাহাতে স্থান না পান সেজন্য একটি কুচক্রী মহলের কিছু অসাধু ব্যক্তিরা একটি ভিডিও এডিট করে শাহিন আহমদ এর নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে সংবাদ মাধ্যমে প্রেরণ করে। এমতাবস্থায় আমরা সিলেট ল’ কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা ঐ সংবাদ ও ভিডিও চিত্রের বিভিন্নভাবে পর্যালোচনা করে শাহিন আহমদের কোনরূপ সম্পৃক্ততা পাই নাই, যে দিনের কথা ৫ আগস্ট খুনি হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাসে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের সাথে শাহিন আহমদ চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
সিলেটের আড়ং লুটপাটের সময় শাহিন আহমদ সেখানে উপস্থিত ছিলেন না, আমরা সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে রাইজিং সিলেটে প্রকাশিত সংবাদ ও ভিডিও চিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শাহিন আহমদ এর নামে এরূপ মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সম্পাদকের প্রতি আহবান রইল।