ইসরায়েলি সামরিক অভিযান আরও জোরদার করা হবে বলে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরানোর জন্য লেবানন সরকারের প্রতি দাবি জানিয়েছে দখলদার দেশটি।
এই সতর্কবার্তা এমন একসময় এলো, যখন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। স্থানীয়দের মতে, একটি গাড়িতে গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েল অবশ্য স্বীকার করেছে, ওই হামলায় নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক সদস্য। তিনি অস্ত্র পরিবহন ও অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রোববার (২ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে দেরি করছেন। তিনি হুঁশিয়ার করেন যে, উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে, যা আরও তীব্র হবে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।
২০২৪ সালের নভেম্বর মাসে লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হলেও, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় তাদের সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় হাজারো লেবানিজ পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হয়েছিল।