ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতি বছরের মতো এবারও ভেটেরিনারি অনুষদে কিট বক্স বিতরণ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক- সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের (লেভেল-৪, সেমিস্টার-১) শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিকৃবি ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়।

অনুষ্ঠানে মোট ৯২ জন শিক্ষার্থীর হাতে সার্জিক্যাল কিট বক্স তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আলিনুল ইসলাম বলেন, “বর্তমানে ভেটেরিনারি পেশাজীবীদের জন্য দেশে ও বিদেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তোমাদের হতাশ হওয়ার কিছু নেই।” তিনি শিক্ষার্থীদেরকে প্রদানকৃত কিট বক্সের যথাযথ ব্যবহার করে সার্জারিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

উপাচার্য আরও বলেন, “সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী দিনে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।”

উল্লেখ্য, প্রতিবছরই সিকৃবি’র ভেটেরিনারি অনুষদের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের মাঝে রোগ নির্ণয় এবং শল্যচিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ সম্বলিত এই কিট বক্সগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।