ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে বাপ্পারাজ এবং দীঘি

rising sylhet
rising sylhet
অক্টোবর ২১, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘বিদায়’ এর শুটিং সুনামগঞ্জের মনোরম লোকেশনে শুরু হয়েছে । ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

 সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, আগে আমরা ‘বরবাদ’ সিনেমায় সিয়ামের সঙ্গে শুটিং করার পরিকল্পনা করছিলাম। কিন্তু এখন সেটি কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে আমরা বাপ্পারাজ, দীঘি ও প্রার্থনা ফারদিনসহ অন্যান্য তারকার সঙ্গে ‘বিদায়’-এর কাজ শুরু করেছি। এটি বাপ্পারাজ এবং দীঘির জন্য প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় অভিষেক।

শুক্রবার থেকে শুটিং শুরু হলেও সোমবার থেকে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ শুরু হয়েছে। সিনেমায় তাকে দেখা যাবে একজন চেয়ারম্যানের চরিত্রে। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি, যদিও এখনও সিনেমার বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, শুটিং শেষ হলে মাসের শেষ দিকে বিস্তারিত জানাবেন।

প্রযোজক শাহরিন আক্তার আরও বলেন, অনেকে নায়ক বা নায়িকার নাম জানতে চাইবেন। তবে আমাদের সিনেমার নায়ক হলো গল্প নিজেই। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পুরো পরিবার নিয়ে দেখার জন্য উপযুক্ত।

‘বিদায়’ সিনেমাটি আগামী ঈদ বা অন্য কোনো উৎসবের সময় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

শুটিংয়ে আরও অংশগ্রহণ করেছেন ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। চলমান শুটিং নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা চলবে। এরপর সিনেমার কিছু অংশের শুটিং হবে মধ্যপ্রাচ্যের কোনো দেশে। জানা যায়, গল্পটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এগোবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।