ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর বাড়ি থেকে নারীসহ পাঁচজনকে আ ট ক

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

ভৈরব উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নতুন রাস্তা এলাকার রায়হান মিয়ার স্ত্রী (২০), কলাবাগান এলাকার শাহিন মিয়ার স্ত্রী (২২), একই এলাকার রতন মিয়ার স্ত্রী (৩৮), চন্ডিবেড় এলাকার পিন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২২) এবং তার এক অজ্ঞাতপরিচয় বন্ধু।

শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে পৌরসভার পঞ্চবটি নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বারবার কেয়ারটেকার আনোয়ার হোসেনকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় অসামাজিক কাজ ও মাদক সেবনের মতো অপরাধমূলক কার্যক্রম চলছিল।

মাদকবিরোধী সংগঠন ‘আমাদের চেষ্টা’র সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, গত আগস্ট থেকে আমরা বাড়িটিকে নজরে রেখেছি। শুক্রবার এলাকাবাসীর সহায়তায় ওই বাসায় অভিযান চালিয়ে দুই নারী, দুই যুবক ও ঘরের মালিক নেহারকে আটক করি। তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

খবর পেয়ে শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।

কেয়ারটেকার আনোয়ার হোসেন বলেন, প্রমাণ না থাকায় তাদের বাসা ছাড়তে বলিনি। এখন তাদের আর থাকতে দেব না।

শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া  বলেন, আটকদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

আটকরা জানান, জীবিকার তাগিদে তারা এ কাজে জড়িয়েছেন। পাশের বাড়ির নুর আমিন তাদের খদ্দের এনে দিতেন বলে দাবি করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।