ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৯, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন মোট ২ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন প্রবাসী। এর মধ্যে ২ লাখ ৫২ হাজার ৪১২ জন পুরুষ এবং ২২ হাজার ৮৬ জন নারী ভোটার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে ইসি। ভোট প্রদান সম্পন্ন হলে প্রবাসীরা ফিরতি ডাকের মাধ্যমে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এবারই প্রথমবারের মতো প্রযুক্তি–নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী নাগরিক, হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মীরা। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বহু দেশে এই নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং প্রবাসী ভোটার হিসেবে অন্তত ৫০ লাখ মানুষকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।