ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরী করার লক্ষ্যেই, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সিলেট জেলায় প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ টুনামেন্ট সম্পন্ন হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো: নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সালাউদ্দিন রাজু প্রমুখ।

প্রতিযোগিতার ফাইনালে জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি ২-০ ব্যবধানে সুগন্ধা স্পোর্টস একাডেমি, জৈন্তাপুর সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টটিতে সিলেট জেলার প্রমীলা একাডেমি সমূহ অংশগ্রহণ করে।

২০৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।