বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা আগামী ১৫ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক রাজু আহমদকে আহবায়ক ও ফয়সল আমীনকে সদস্য সচিব করে ৫ সদস্যের সাধারণ সভা প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সদস্য বেলায়েত হোসেন, হেলাল নির্ঝর ও এম আর টুনু তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শাহ মো. কয়েস আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, বাবর জোয়াদার, মাছুম আহমদ চৌধুরী, আব্দুল মাজিদ চৌধুরী, সুলেমান সুহেল, আল-আমিন, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, আশিকুর রহমান রানা, ফখর উদ্দিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।