
রাইজিংসিলেট- প্রাইভেটকারে ছাগল নিয়ে পালানোর সময় ২জন আটক,পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার মাকড়াইল বীর বটতলা প্রধান সড়কের পাশে একটি কালো রঙের প্রাইভেটকারে হেলাল শেখ ও মেহেদী হাসান একটি ছাগল উঠিয়ে নেয়। অন্যটি উঠানোর সময় ছাগলের চিৎকারে ছাগলের মালিক জহিরুল ইসলাম টের পেয়ে যান ও তাদের ধাওয়া দেন। পরে স্থানীয়রা ও ছাগলের মালিক মানিকগঞ্জ বাজারে তাদের আটক করতে সক্ষম হয়।
নড়াইলে প্রাইভেটকার দিয়ে ছাগল চুরির সময় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার থেকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের লোহাগড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, হেলাল শেখ (২২) ও মেহেদী হাসান (২৬)।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, চোর চক্রের দুই সদস্যসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। উদ্ধারকৃত ছাগল থানা হেফাজতে আছে।