ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় আ ট ক এক

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৯, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটককৃত হিসাম আহমদ (২০)-কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে হিসামকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী খান। তিনি বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে হিসামকে আদালতে প্রেরণ করেছি এবং ৫ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত রিমান্ড এখনও মঞ্জুর করে নি। পরবর্তীতে আদালতে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, সিলেটের নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটককৃত হিসাম আহমদ (২০)-কে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় এবং পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। পরবর্তীতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে হিসামকে জেলহাজতে প্রেরণ করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দিনদুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে অপহরণের চেষ্টা করছে দুই যুবক। যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের লালদিঘির পাড় এলাকা থেকে ওই যুবককে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।