
প্রায় প্রতিদিন করোনা সনাক্ত হচ্ছে সিলেটে ।বর্তমানে সিলেট বিভাগে করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১৫জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮জন।
মঙ্গলবার আরও একজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট ২৬জনকে পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়।
সিলেটে মঙ্গলবার পর্যন্ত মোট ১৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
এদের মধ্যে ৫জন কোভিড চিকিৎসার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নর্থইস্ট, আলহারামাইন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন করে করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন।
অন্যদের মধ্যে ৫জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসাধীন। অপর দু’জন শহিদ শামসুদ্দিন হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।