ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফখর জামানের আউট নিয়ে আইসিসিতে পাকিস্তানের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

এশিয়া কাপের সুপার ফোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন ফখর জামান। কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে এজ হয়ে বল যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। মাঠের আম্পায়ার গাজী সোহেল ও রুচিরা পল্লিয়াগুরুগে সিদ্ধান্তে নিশ্চিত না হয়ে বিষয়টি পাঠান টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে পল্লিয়াগুরুগে ক্যাচকে বৈধ ঘোষণা করেন।

এ আউটকে কেন্দ্র করে পাকিস্তান দল নতুন করে অভিযোগ তোলে। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তারা আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। পাকিস্তানের দাবি, যথেষ্ট ‘স্পষ্ট ও নিশ্চিত প্রমাণ’ ছাড়াই ফখরকে আউট দেওয়া হয়েছে এবং সব ক্যামেরা অ্যাঙ্গেলও খতিয়ে দেখা হয়নি।

এক কোণ থেকে পাওয়া রিপ্লেতে বল মাটিতে লেগে গ্লাভসে ওঠার সন্দেহ দেখা যায়। ১৫ রানে আউট হওয়ার পর ফখর ক্ষোভ প্রকাশ করে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং মাথা নাড়িয়ে মাঠ ছাড়েন।

পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা অভিযোগ নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যান। তবে পাইক্রফট জানান, এটি তার এখতিয়ারের বিষয় নয়। পরে চিমা আইসিসিকে ই-মেইল করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত নই। আম্পায়াররাও ভুল করতে পারেন। তবে আমার মনে হয়েছে বল মাটিতে লেগে তারপর কিপারের হাতে গেছে। ফখর যদি পাওয়ার প্লেতে খেলতে পারত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।