
রাইজিংসিলেট- নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার ধারে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকায় আধাপাকা সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় মরদেহটি। নিহত সুমন খলিফা (৩৫) বরিশালের আগৈলঝড়া উপজেলার বাসিন্দা হলেও তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় থাকতেন।
সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, হারুন নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সামনে থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় অজ্ঞাত হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে সেখানে ফেলে যায়।
নিহতের স্ত্রী, স্থানীয় সংগীতশিল্পী সোনিয়া আক্তার জানিয়েছেন, রবিবার রাতে স্বামী-স্ত্রী দু’জনই ফতুল্লার পঞ্চবটিতে গান পরিবেশনে গিয়েছিলেন। পরিবেশনার বিরতিতে সুমন বাইরে বের হলে পরে আর ফিরে আসেননি।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।