ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালের রাস্তায় কঠিন সমীকরণে পাকিস্তান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আরও একটি একতরফা ম্যাচ উপহার পেল ক্রিকেটপ্রেমীরা। সুপার ফোরে ভারতের মুখোমুখি হয়ে ব্যাটে-বলে পাত্তাই পেল না পাকিস্তান দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ভারত মাত্র ৬ উইকেট হারিয়ে এবং ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। ব্যাট হাতে দুর্দান্ত খেলেন অভিষেক শর্মা—৩৯ বলে ৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি।

এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের একেবারে নিচে নেমে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট এখন -০.৬৮৯। অন্যদিকে ভারত রয়েছে শীর্ষে, বাংলাদেশ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।

ফাইনালে উঠতে হলে এখন পাকিস্তানের সামনে রয়েছে কঠিন সমীকরণ। ২৩ সেপ্টেম্বর তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশের। শুধু জয়ই যথেষ্ট নয়, রানরেটও উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে তাদের। যদি একটি ম্যাচেও হেরে যায়, তাহলে কার্যত ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে বাবর আজমদের।

তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সবকিছু ঠিকঠাক হলে হয়তো একটা জয়েও সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেটি অনেকটাই জটিল এবং কঠিন, বলছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, পাকিস্তান দল চাপের মুখে কীভাবে ঘুরে দাঁড়ায় এবং ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখতে পারে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।