
রাইজিংসিলেট- এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আরও একটি একতরফা ম্যাচ উপহার পেল ক্রিকেটপ্রেমীরা। সুপার ফোরে ভারতের মুখোমুখি হয়ে ব্যাটে-বলে পাত্তাই পেল না পাকিস্তান দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ভারত মাত্র ৬ উইকেট হারিয়ে এবং ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। ব্যাট হাতে দুর্দান্ত খেলেন অভিষেক শর্মা—৩৯ বলে ৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি।
এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের একেবারে নিচে নেমে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট এখন -০.৬৮৯। অন্যদিকে ভারত রয়েছে শীর্ষে, বাংলাদেশ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।
ফাইনালে উঠতে হলে এখন পাকিস্তানের সামনে রয়েছে কঠিন সমীকরণ। ২৩ সেপ্টেম্বর তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশের। শুধু জয়ই যথেষ্ট নয়, রানরেটও উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে তাদের। যদি একটি ম্যাচেও হেরে যায়, তাহলে কার্যত ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে বাবর আজমদের।
তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সবকিছু ঠিকঠাক হলে হয়তো একটা জয়েও সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেটি অনেকটাই জটিল এবং কঠিন, বলছেন বিশ্লেষকরা।
এখন দেখার বিষয়, পাকিস্তান দল চাপের মুখে কীভাবে ঘুরে দাঁড়ায় এবং ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রাখতে পারে কি না।