
চলমান অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ২০তম আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছিল তারা। আর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
সোমবার (২৪ নভেম্বর) কাতারের দোহাতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
যেভাবে দেখবেন খেলা
এই ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না। তবে ম্যাচটি লাইভটি সম্প্রচার করবে ফিফা প্লাস। এ ছাড়াও FOXSports.com, FOX Sports App, FOX One এ দেখতে পারবেন খেলাটি।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪ বারে শিরোপা জিতেছে সেলেসাওরা, যা দ্বিতীয় সর্বোচ্চ। ৫টি শিরোপা জিতে উপরে রয়েছে নাইজেরিয়া। সবশেষ ২০১৯ সালে ঘরের মাঠে শিরোপা জিতেছিল ব্রাজিল।
এ ছাড়াও এই টুর্নামেন্টে ২ বার রানার্স আপ এবং তৃতীয় হয়েছেন। এবার আরও একটি ফাইনালে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে ব্রাজিল। সেমিফাইনালে পর্তুগালকে হারাতে পারলে পঞ্চম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা।
অন্যদিকে এই টুর্নামেন্টে এখনও শিরোপা জিততে পারেনি পর্তুগাল। ১৯৮৯ সালে সবশেষ সেমিফাইনালে উঠেছিল তারা। সেবার তৃতীয় হয়েছিল রোনালদোর দেশ। এবার তাদের সামনে প্রথম ফাইনালে খেলার স্বপ্ন হাতছানি দিচ্ছে। এখন মাঠের লড়াইয়ে নিজেদের সেরা দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।