ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নাম এবং নম্বর গোপন রেখেও চ্যাট করতে পারবেন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বর বাধ্যতামূলক হলেও, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নাম এবং নম্বর গোপন রেখেও চ্যাট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি আরও সুরক্ষিত করার লক্ষ্যে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে।

এই নতুন ‘প্রাইভেসি শিল্ড’ ফিচার আগামী বছর নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে, যা হোয়াটসঅ্যাপে কথোপকথনকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করবে।

মেটার আওতাধীন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। নতুন অপশনটির নাম ‘রিজার্ভ ইউজার’। এই অপশন চালু থাকলে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর অপরিচিতদের থেকে সম্পূর্ণ গোপন থাকবে। ফলে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাওয়ার সম্ভাবনাও কমবে।

এছাড়া, নতুন ‘ইউজার নেম’ ফিচার চালু হলে কেউ অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পারবে না। বিশেষ করে বাইরের ওয়েবসাইট বা অজানা প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে, যা সাইবার অপরাধ ও তথ্য চুরির ঘটনা কমাতে সাহায্য করবে।

যদিও নম্বর না থাকলেও কেউ মেসেজ পাঠাতে পারবে, কিন্তু তার জন্য ‘ইউজার নেম উইথ পিন’ অপশন থাকবে। এতে ব্যবহারকারী চার অঙ্কের একটি পিন তৈরি করবেন, যা ছাড়া কেউ মেসেজ পাঠাতে পারবে না। এর ফলে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে কে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।