ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত ও সড়কগুলো অবৈধ দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

শহরের ফুটপাত ও সড়কগুলো অবৈধ দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তিনটি সামাজিক সংগঠন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের দুটি প্রবেশমুখে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলো হলো, সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বারবার দাবি জানিয়েও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচিতে নেমেছেন। দ্রুত দখলদারদের উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দরা জানান, সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডজুড়ে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল হওয়ায় প্রতিদিনই নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এবং যানজটের মাত্রাও বেড়ে গেছে। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় এবার তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান। তারা দ্রুত অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।