ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলারকে চুমু দেওয়ায় ৯০ দিন নিষিদ্ধ হয়েছেন সভাপতি

rising sylhet
rising sylhet
আগস্ট ২৬, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ফাইনালে নিজ দলের ফুটবলারকে চুমু দেওয়ায় ফুটবলীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে ৯০ দিন নিষিদ্ধ হয়েছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস।

তার নিষেধাজ্ঞার সময় আজ থেকেই কার্যকর হবে বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিবৃতিতে আজ ফিফা লেখে, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ৫১তম অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে ফিফা ডিসিপ্লিনারি কমিটির প্রধান হোর্হে ইভান পালাসিও আজ প্রাথমিকভাবে লুইস রুবিয়াসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। ২৪ আগস্ট শুরু হওয়া শৃঙ্খলামূলক কার্যক্রম সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিনের এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে। ‘

‘একইভাবে ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হেনিফার এরমোসোর মৌলিক অধিকার রক্ষার জন্য শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু হওয়ার আগে দুটি অতিরিক্ত বিষয় নির্দেশ করেন। ফিফা ডিসিপ্লিনারি কোডের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, রুবিয়ালেস নিজ থেকে বা তৃতীয় পক্ষের মাধ্যমে এরমোসো কিংবা তার ঘনিষ্ঠজনের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করতে পারবেন না। একইভাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে এরমোসো ও তার ঘনিষ্ঠজনের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ‘

গত ২০ আগস্ট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণী মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেন ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তোপের মুখে পড়েন তিনি।

এদিকে, রুবিয়ালেস ফেডারেশন সভাপতি হিসেবে থাকলে স্পেনের হয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলাররা।

১২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।