ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

rising sylhet
rising sylhet
মার্চ ১০, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষ্যে ১০ মার্চ রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া পরিচালনা করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মানিকের নেতৃত্বে ফায়ার সদস্যরা। মহড়ায় অংশগ্রহন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ মানুষ।

মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল প্রমূখ।

১৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।