সামজিক সংগঠন ‘হেল্প ফর নিডি ইউকে’ সহায়তার ধারাবাহিকতায় আজ ফেঞ্চুগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
শুক্রবার ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
শুরুতই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ইফফাত আল হোসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ নুরুজ্জামান বলেছেন, প্রবাসীরা সত্যিকার মানবিক, কল্যানকর এবং মানবিক ডাকে সাড়া দিয়ে সমাজকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছেন। তাদের মহতি মানবিক কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।
বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, হেল্প ফর নিডির বাংলাদেশ প্রতিনিধি শাহিন আহমদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বনিক সমিতির দপ্তর সম্পাদক কামাল আহমেদ, প্রেসক্লাবের সহযোগি সদস্য ছামি হায়দার, জাহিদুর রহমান রিপন প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু।