
পাটুরিয়া ফেরিঘাটে পদ্মার ভাঙন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ফলে ৪ নম্বর ঘাটের পন্টুনের র্যাম নদীতে পড়ে গেছে।
বন্ধ রয়েছে ফেরি লোড-আনলোড কার্যক্রম। ৩ ও ৫ নম্বর ঘাটও রয়েছে নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে। এতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ফেরি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
তিনি বলেন, নদী ভাঙনের কারণে বুধবার দিবাগত রাত ৪টায় ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ওই ঘাটটি। বিআইডব্লিউটিসি’র ক্রেন দিয়ে পন্টুনটি আবার উঠানোর চেষ্টা চলছে। ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে পন্টুনের র্যাম উঠানোর চেষ্টা চলছে।
৩ নম্বর ফেরিঘাটেও ফাটল দেখা দেওয়ায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। ফেরিঘাটগুলোর এ অবস্থায় যানবাহন পারাপার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ। শুধু ফেরিঘাট নয়, আশেপাশের এলাকাতেও তীব্র ভাঙন দেখা দিয়েছে। ৪ ও ৫ নম্বর ঘাটের মাঝে কয়েকটি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে আরও অনেক ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা।