ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বাড়তে শুরু করেছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

ফের বাড়তে শুরু করেছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি । এর ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙনস্থলে পানি ঢুকে পরশুরাম উপজেলার অলকা গ্রামসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, ২৮টি স্থানে কাজ চলমান রয়েছে এবং বাকি ৭টি ভাঙনস্থানে বড় হওয়ার কারণে মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২২ জুলাই) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ৬টি ভাঙনস্থানে মেরামত কাজ শেষ হয়েছে।

এ দিকে বিগত ৩ থেকে ৪ দিন ফেনীতে বৃষ্টিপাত না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে ভারতের উজান থেকে আসা পানিতে এখানে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সোমবার সকাল থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রোববার রাত থেকে নদীর পানি আবারও দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। এর ফলে ভাঙনস্থলগুলো দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

স্থানীয়রা বলছেন, পাউবোর যথাযথ তদারকি এবং অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিবছর এমন দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, গত বছরের ভয়াবহ বন্যায়ও ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০৪টি স্থানে ভাঙন হয়েছিল। পরে ২০ কোটি টাকার বেশি বরাদ্দে বাঁধগুলো মেরামত করা হলেও, বছর না পেরোতেই আবারও ভেঙেছে। এসব ভাঙনস্থল দিয়ে পানি প্রবেশ করে সোমবার সকাল থেকে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর, চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ফুলগাজীর কিছু এলাকা প্লাবিত হচ্ছে।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এখানে বৃষ্টিপাত না হলেও ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে, তবে পূর্বের ভাঙনস্থলগুলো দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সম্প্রতি বন্যার পর তিনটি নদীর ছোট বাঁধগুলো মেরামত করা হলেও বড় বাঁধগুলো মেরামত করা সম্ভব হয়নি।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মুহুরী নদীর পানি ৯ দশমিক ৬৪ মিটার পর্যায়ে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২ দশমিক ৮৬ মিটার নিচে।

তিনি আরও বলেন, পূর্বের ভাঙনস্থলগুলো দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সম্প্রতি বন্যার পর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ছোট বাঁধগুলো মেরামত করা হলেও বড় বাঁধগুলো মেরামত করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।