ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ‘হ্যাঁ’ বনাম ‘না’: গণভোট ঘিরে নতুন আলোচনার ঢেউ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে এক ভিন্নধর্মী প্রতিযোগিতা—‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টে ভরে যাচ্ছে নিউজফিড। হঠাৎ করেই এই দুই শব্দকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচনার ঝড়।

বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার ভোর থেকেই অসংখ্য ব্যবহারকারী তাদের প্রোফাইলে শুধু একটি শব্দ—‘হ্যাঁ’ বা ‘না’—পোস্ট করছেন। যদিও বেশিরভাগ পোস্টেই কোনো ব্যাখ্যা দেওয়া নেই, ফলে অনেকেই কৌতূহলী হচ্ছেন—এই ট্রেন্ডের আসল কারণ কী?

তদন্ত করে দেখা গেছে, বিষয়টির পেছনে রয়েছে আসন্ন গণভোট। রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রকাশের অংশ হিসেবেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে এই প্রচারণা।

গণভোট প্রসঙ্গে একদিকে অবস্থান নিয়েছে বিএনপি, আরেকদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই মতপার্থক্যের প্রকাশই এখন ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে ফেসবুকে।

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকারকে দেওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিভক্তি। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হোক, কিন্তু জামায়াতে ইসলামী বলছে—গণভোট নভেম্বর মাসে আয়োজন করতে হবে। এনসিপি নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও নির্বাচনের আগেই গণভোট চায়।

ফলে জামায়াত ও এনসিপির অবস্থান কাছাকাছি হলেও বিএনপি এখনো তাদের দাবিতে অনড়। এই বিভাজনই ফেসবুকে ছড়িয়ে পড়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ প্রতীকে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লেখা পোস্ট করেছে।

ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর কাছে কমিশনের সুপারিশ হস্তান্তর করা হয়েছে। সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার তাগিদও দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।