ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না-জামায়াতে ইসলামীর

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ লাখ মানুষ মারা যায়নি। এ দেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে দিয়েছে চুনকালি। তারপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে উসকানি দিলেও তারা সে উসকানি ওদের মুখের ওপর ছুড়ে দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সব হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল কোনো দিন যদি তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তাহলে তাদের ৫ লাখ নেতাকর্মীকে আমরা খুন করবো। তাদের নেতৃবৃন্দের দফায় দফায় মিথ্যাচার বাস্তবায়িত হয়নি।

জামায়াত আমির বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। সেই সঙ্গে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। মনে রাখবেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলেই ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। তাই জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

৩৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।