ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢাকার জোয়ার সাহারা এলাকার জসিম উদ্দিন ইনস্টিটিউটে বসুন্ধরা আই হাসপাতাল ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা সরবরাহ এবং জটিল রোগীদের জন্য ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রফেসর ডা. সালেহ আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের চিকিৎসক দল সেবা প্রদান করছেন। চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বি ও ডা. নাবিলা কবীর সরাসরি চিকিৎসায় যুক্ত রয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৩৫০ থেকে ৪০০ জনকে সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

অনেকে জানান, অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা নিতে পারেননি। এই ফ্রি সেবা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।