ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবীর ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির পুষ্পস্তবক অর্পণ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

১লা সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান প্রয়াত এডভোকেট নুরুল ইসলাম খানের ছেলে এডভোকেট তাহমিনুল ইসলামের নেতৃত্বে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান এবং জাতীয় জনতা পার্টির নিবন্ধন পুনর্বহালের দাবি জানান।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারগুলোতে জাতীয় জনতা পার্টি নানা বৈষম্যের শিকার হয়েছে— যেমন দলকে নিবন্ধন থেকে বঞ্চিত রাখা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পদবি কেড়ে নেওয়া, ইতিহাস বিকৃত করা ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, আকলিছ আহমদ চৌধুরী, প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম বকুল, তুহিন আহমদ খান, শফিকুর রহমান শফিক, ফারুক আহমদ চৌধুরী, আব্দুর রহিম প্রমুখ।

শেষে বিশেষ মোনাজাতে প্রয়াত চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খানসহ দলের সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।