
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর এম. এ. জি. ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
১লা সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান প্রয়াত এডভোকেট নুরুল ইসলাম খানের ছেলে এডভোকেট তাহমিনুল ইসলামের নেতৃত্বে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান এবং জাতীয় জনতা পার্টির নিবন্ধন পুনর্বহালের দাবি জানান।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারগুলোতে জাতীয় জনতা পার্টি নানা বৈষম্যের শিকার হয়েছে— যেমন দলকে নিবন্ধন থেকে বঞ্চিত রাখা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পদবি কেড়ে নেওয়া, ইতিহাস বিকৃত করা ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, আকলিছ আহমদ চৌধুরী, প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম বকুল, তুহিন আহমদ খান, শফিকুর রহমান শফিক, ফারুক আহমদ চৌধুরী, আব্দুর রহিম প্রমুখ।
শেষে বিশেষ মোনাজাতে প্রয়াত চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খানসহ দলের সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।