
মৌলভীবাজারের বড়লেখায় থানাপুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ পলাতকসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— উপজেলার বারইগ্রাম (রেলস্টেশন) এলাকার মৃত কাশেম আলীর ছেলে মকবুল হোসেন, কাঠালতলী এলাকার মনির আলীর ছেলে হেলাল মিয়া ও তার স্ত্রী মুজি বেগম, এবং বিওসি কেছরীগুল এলাকার লেবুর আহমদের স্ত্রী পিয়ারা বেগম।
অন্যদিকে, এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের মৃত শানুর আহমদের ছেলে মো. ফজর আলী টিটু, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বংশিবপাশা গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে মো. আমির উদ্দিন (২৭), ৮(১২)২৪ মামলার তদন্ত প্রাপ্ত আসামি বড়লেখা উপজেলার ভাড্ডা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে অমর উদ্দিন (৪৬) এবং টুকা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল আহমদ (৪০)।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার বিকেলে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।