
বড়লেখা প্রতিনিধি::জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও কার্যনির্বাহী সদস্য জালাল আহমদ–এর জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বড়লেখা উপজেলা নিসচার উদ্যোগে এ শুভেচ্ছা প্রদান করা হয়। জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মৃনাল কান্তি দাস, সদস্য দীগন্ত দাস দীপ্ত প্রমুখ।
নিসচা পরিবার সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও কার্যনির্বাহী সদস্য জালাল আহমদ-এর জন্মদিনে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছে।