
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন লন্ডন যাত্রা এবং আশু রোগমুক্তি অসুস্থতা থেকে দ্রুত রোগমুক্তি কামনায় সিলেটে বৃহৎ পরিসরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ( ৫ ডিসেম্বর) শুক্রবার, বিকাল ৪টা থেকে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ দোয়া মাহফিল। এতে সর্বস্তরের জনগণের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ বদরুজ্জামান সেলিম, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এবং বিএনপি সিলেট মহানগরের সম্মানিত সদস্য।

আয়োজক সূত্রে জানা গেছে, দোয়া মাহফিলে সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও আলেম-ওলামারা কোরআন খতম এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সকলকে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।