ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বদলে যাচ্ছে ফেসবুকে ভিডিও কনটেন্টের অভি জ্ঞ তা

rising sylhet
rising sylhet
জুন ১৮, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বদলে যাচ্ছে ফেসবুকে ভিডিও কনটেন্টের অভিজ্ঞতা ।

মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও ‘রিলস’ হিসেবে গণ্য হবে।

মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ার করা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবের নামও বদলে রাখা হবে ‘রিলস’। এই পরিবর্তন ধাপে ধাপে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

এই সিদ্ধান্তে বোঝাই যাচ্ছে, ফেসবুক শর্ট ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবহারকারীর সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাতেও শক্ত অবস্থান নিতে চাইছে মেটা।

নতুন এই ফিচারের আওতায় ছোট, বড় কিংবা লাইভ—সব ধরনের ভিডিও কনটেন্টই রিলস হিসেবে আপলোড ও শেয়ার করা যাবে। রিলসের জন্য কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ফরম্যাটের বাধ্যবাধকতা থাকছে না।

পুরনো ভিডিও কনটেন্টের বিষয়ে মেটা আশ্বস্ত করেছে, যেসব ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেগুলো যথাস্থানে থাকবে। নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলোও সহজেই খুঁজে পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।