ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বন্যপ্রাণী বিক্রি,পাচার এবং অবৈধভাবে শিকারের অভিযোগে হরিপুরে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বন্যপ্রাণী বিক্রি,পাচার এবং অবৈধভাবে শিকারের অভিযোগে হরিপুরে দুইটি রেস্টুরেন্টকে নগদ ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তা এ সময় তাকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ বিষয়ে  সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা আমরা অভিযানটি পরিচালনা করি। এ সময় বন্য নিষিদ্ধ প্রাণী বিক্রির যথেষ্ট প্রমাণ মেলেছে৷ প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেফতার না করে আইন অনুযায়ী ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

জানা যায়, অভিযান পরিচলনা করার সময় ৭০ জাতের মৃত বন্যপ্রাণী পাওয়া যায় এবং বালি হাস, ঘু ঘু সহ অংসখ্য প্রজাতির রান্না করা পাখির মাংস পাওয়া যায়। এ সময় মৃত বন্যপ্রাণী গুলোকে সেনাবাহিনীর সহয়তা মাটিতে পুতে ফেলা হয় এবং রান্না করা মাংস গুলো স্থানীয় এতিমখানায় দান করে দেয়া হয়।

১৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।