
বহুল পরিচিত টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসেকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত খবর অনুযায়ী, তার এই অকাল মৃত্যু মালির জনগণের মধ্যে শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে।পশ্চিম আফ্রিকার মালি থেকে এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনায় ।
মালির উত্তরাঞ্চলীয় শহর টোম্বোক্টো থেকে উঠে আসা মেরিয়েম সিসে বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন এবং অনেকে তাকে অনুসরণ করতেন। তার অনন্য কনটেন্ট ও ব্যক্তিত্বের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিলেন।
আরও পড়ুন — সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃ ত্যু তে শোক
মেরিয়েম সিসের বিরুদ্ধে সামরিক বাহিনীকে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছিল। এমন তথ্য পাওয়ার পর তাকে চরমপন্থিরা অপহরণ করে টোম্বোক্টো শহরের কাছাকাছি এক এলাকায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়। তার ভাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার তাকে অপহরণ করা হয় এবং তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
মেরিয়েম সিসের মর্মান্তিক মৃত্যু মালির সমাজে শান্তি ও নিরাপত্তার তাগিদ একবার আরও জোরালো করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই ধরনের সহিংসতা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হচ্ছে।
২০১২ সাল থেকে চরমপন্থির বিদ্রোহে অতিষ্ট মালির জনগণ এই হত্যাকাণ্ডকে দেশটির বর্তমান পরিস্থিতির একটি দুঃখজনক প্রতিচ্ছবি বলে মনে করছে। বিশেষ করে যেখানে সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে, সেখানে চরমপন্থিরা আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: আনন্দবাজার