আগামী শনিবার (৮ নভেম্বর) সিলেট সুইমিং ক্লাবে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্বনামধন্য ক্লাব আলফা কমিউনিটি আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ সঙ্গীত উৎসব- “ডাইভ ইনটু দ্য আলফাভার্স”— Powerd by “FC Hut & Grill Hut” এবং Co-powerd by “Abroad Station”।
কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় তিনটি ব্যান্ড — Odd Signature, Bagdhara, এবং কিংবদন্তি ব্যান্ড Warfaze। সিলেটের তরুণ-তরুণীদের মাঝে ইতিমধ্যেই এই আয়োজন নিয়ে উৎসাহের জোয়ার বইছে।
আয়োজক সূত্রে জানা গেছে, “ডাইভ ইনটু দ্য আলফাভার্স” কেবল একটি কনসার্ট নয়, বরং এটি হবে সঙ্গীত, আলো ও আবেগের এক অসাধারণ মিলনমেলা। তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে যুক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কনসার্টের টিকিট সিলেট শহরের বিভিন্ন বুথে পাওয়া যাচ্ছে, যার বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে।
কনসার্টে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ভেন্যু এলাকায় থাকবে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কঠোর নজরদারি, যাতে দর্শকরা নির্বিঘ্নে সঙ্গীত উপভোগ করতে পারেন।