
রাইজিংসিলেট- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা: পড়াশোনার পর কাজের সুযোগ। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের পথে এগোচ্ছে ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা ব্যবস্থা। এই নতুন ভিসা কার্যকর হলে, বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করার সুযোগ পাবেন।
১৩ আগস্ট কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। একই দিনে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গেও অধ্যাপক ইউনূসের বৈঠক হয়।
বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার পক্ষ থেকে নীতিগতভাবে সম্মতি পাওয়া গেছে। তবে ভিসা কার্যকর করতে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।
বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এতদিন তারা স্থানীয় শ্রমবাজারে কাজের সুযোগ পেতেন না। এই নতুন ভিসা তাদের জন্য বড় সুযোগ হয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আরও আলোচনা হয় দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা, শিক্ষার্থী-শিক্ষক বিনিময়, বৃত্তির সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি ডিগ্রির স্বীকৃতি দেওয়ার বিষয়ে। মালয়েশিয়ার পক্ষ থেকে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর উদ্যোগে আগ্রহ প্রকাশ করা হয়।
অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকায় সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের শিক্ষাখাতে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।