ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সিনেমায় দেখা মিলবে পাকিস্তানী মডেলের

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

এবার বাংলাদেশের সিনেমায় দেখা মিলবে পাকিস্তানী মডেলের। ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ।

ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে বর্তমানে কলকাতা কিংবা আমেরিকারদের দেখা গেলেও পাকিস্তানি অভিনেত্রীদের তেমন একটা দেখা যায় না বেশ অনেকদিন ধরেই।

জানা গেছে আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে ‘ফোর্স’-এর। এতে জারার বিপরীতে থাকবেন ম্যাক দিদার। বাংলাদেশে দুই সপ্তাহের মতো থাকবেন নায়িকা। কোরবানি ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ খবর পেতেই নেটিজেনরা উৎসুক জারা সম্পর্কে। সবার এক প্রশ্ন কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোট পর্দায়ও সরব তিনি। বেশকিছু পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করেছেন জারা। এর মধ্যে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’। টিভি সিরিজগুলোতে জারার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এরই মধ্যে দেশটির বড় পর্দায় অভিষেক হয়েছে এ মডেলের। ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

জারাকে ‘ফোর্স’ সিনেমায় নেওয়ার কারণ হিসেবে পরিচালক আসিফ ইকবাল বলেন, পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’ সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটেবলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।