
বাংলাদেশে তিনদিনের সফরে আসছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সফর, যার মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও বাংলাদেশ-ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
প্রতিনিধিরা ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠক করবেন এবং বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, শ্রমিক সংগঠন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন, যেখানে ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই সফরে শিবিরের বর্তমান মানবিক অবস্থা ও চ্যালেঞ্জগুলো সরেজমিনে মূল্যায়ন করা হবে।
সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগসহ বিভিন্ন খাতে সংস্কার চলমান। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার কাজ করছে।
এছাড়া, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (PCA)’ নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে, যা ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করবে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ, ফ্রান্স)। অন্য সদস্যরা হলেন ইসাবেল উইসেলার-লিমা (ইপিপি, লুক্সেমবার্গ), আরকাদিউস মুলারচিক (ইসিআর, পোল্যান্ড), উরমাস পায়েত (রিনিউ ইউরোপ, এস্তোনিয়া), এবং ক্যাটারিনা ভিয়েরা (গ্রিনস/ইএফএ, নেদারল্যান্ডস)।