
রাইজিংসিলেট- বাংলাদেশে চীনের বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যেতে হলে বাংলাদেশকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে চীনের মতো দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের দক্ষতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় হলেও অন্যান্য খাতে এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে বলে তিনি মত দেন। তিনি আরও বলেন, দেশের সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি, কারণ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বহু প্রাণহানি ঘটে।
এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ বা শুল্ক কাঠামো নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। শিগগিরই একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করবে এই বিষয়ে আলোচনা করতে।
প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, কৃষি, স্বাস্থ্য, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপন করছে তারা।
এ প্রদর্শনীটি ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।