ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীন- রাষ্ট্রদূত

rising sylhet
rising sylhet
নভেম্বর ৯, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীনের কোনও বক্তব্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) চীনা দূতাবাস এবং ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) যৌথ আয়োজনে এক সেমিনারে এই কথা জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, উদ্ভূত সমস্যা বাংলাদেশের জনগণই সমাধান করবে। কেমন গণতন্ত্র, কীরকম নির্বাচন হবে তা এদেশের মানুষই নির্ধারণ করবে। চীন বিশ্বাস করে সংবিধান অনুযায়ীই ভোট হবে। তবে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশে স্থিতিশীল ও উন্নত পরিবেশ দেখতে চায়।

নির্বাচনের পরেও ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে বলে জানান তিনি। বৈদিশিক মুদ্রার রিজার্ভ সংকট নিয়ে চীনের কোনও সহযোগিতা বাংলাদেশ চায়নি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে কোনও সহযোগিতা বাংলাদেশ সরকার চায়নি। তবে প্রস্তাব দিলে পাশে থাকবে চীন।

বাংলাদেশে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান চায় চীন মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, বেইজিং আশা করে; স্থিতিশীলতার স্বার্থে মতভেদ কাটিয়ে সব দল ভোটে অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কীভাবে কমবে, তা তারাই নির্ধারণ করবে।  তিনি বলেন, সহিংসতায় চীনা নাগরিকরা বাংলাদেশে অনিরাপদ বোধ করে না। তবে চীন চায় দ্রুত সমস্যা সমাধান হোক। স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশিলতার স্বার্থে সব পক্ষকে নিজেদের মধ্যে দূরত্ব কাটাতে হবে।

৩২০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।