ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েলের ফেসবুকে পরিচয় তরুণীর বিয়ের আশ্বাস দিয়ে ধ র্ষ ণ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রাজধানীর গুলশানে ঘটনার পর গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এই অভিযোগপত্র জমা দেয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্র অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযোগকারী ক্রিকেটার তোফায়েলের ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণী প্রথমে প্রেমের প্রস্তাবে না বললেও তোফায়েল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজি করান।

তদন্তকারী কর্মকর্তা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করা হবে।

ডিএনএ পরীক্ষার রিপোর্টে ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। তবু হোটেল বুকিং তথ্য, প্রথম দিনের ঘটনার বিবরণ, মেডিকেল রিপোর্টসহ সার্বিক তদন্তে অভিযোগকে প্রাথমিকভাবে সত্য বলে উল্লেখ করেছে পুলিশ।

২০২৪ সালের ৩১ জানুয়ারি গুলশানের একটি হোটেলে স্ত্রী পরিচয়ে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ আছে। পরে অল্প দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।

পরবর্তীতে বিভিন্ন সময় তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের কথা তুললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তরুণী গত ১ আগস্ট গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর হাইকোর্ট ২৪ সেপ্টেম্বর আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন এবং ওই সময় শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি।

ঘটনার ছয় মাস পর মামলা হওয়ায় শারীরিক আলামত সংগ্রহ সম্ভব হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হোটেলের রেজিস্ট্রেশন স্লিপ ও পাসপোর্ট কপি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।