ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কিশোরী ফুটবল দল অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান গেছে

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ কিশোরী ফুটবল দল সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান গেছে । এ আসরে দলের বুট পার্টনার হয়েছে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘হুংকার’। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য প্রতিষ্ঠানটি বিনামূল্যে বুট সরবরাহ করেছে।

এই চুক্তিতে কোনো আর্থিক লেনদেন নেই। বাফুফে ‘হুংকার’-কে পার্টনার হিসেবে প্রোমোট করবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শের-এ-মোহাম্মদ তাবিব আরটিভিকে জানান, বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অফিসিয়াল বুট পার্টনার হতে পেরে আমি অপরিসীম গর্বিত। এটা শুধু আমার নয়, সমগ্র জাতির জন্যই এক গৌরবের মুহূর্ত।

তাবিব আরও জানান, যখন আমাদের মেয়েরা আন্তর্জাতিক মঞ্চে “মেড ইন বাংলাদেশ” বুট পরে লড়বে। এই পদক্ষেপ প্রমাণ করে, আমরা শুধু স্বপ্ন দেখি না, নিজের মাটির শক্তি নিয়ে সেই স্বপ্ন বাস্তবেও রূপ দেই।

বাংলাদেশ জাতীয় নারী দলকেও ‘হুংকার’ বুট উপহার দিয়েছিল। সেই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে পার্টনারশিপে এসেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রবাসী ফুটবলারদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘নেক্সট গ্লোবাল স্টার’ বাছাইয়েও ‘হুংকার’ পৃষ্ঠপোষকতা করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।