
বাংলাদেশ কিশোরী ফুটবল দল সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান গেছে । এ আসরে দলের বুট পার্টনার হয়েছে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘হুংকার’। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য প্রতিষ্ঠানটি বিনামূল্যে বুট সরবরাহ করেছে।
এই চুক্তিতে কোনো আর্থিক লেনদেন নেই। বাফুফে ‘হুংকার’-কে পার্টনার হিসেবে প্রোমোট করবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শের-এ-মোহাম্মদ তাবিব আরটিভিকে জানান, বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অফিসিয়াল বুট পার্টনার হতে পেরে আমি অপরিসীম গর্বিত। এটা শুধু আমার নয়, সমগ্র জাতির জন্যই এক গৌরবের মুহূর্ত।
তাবিব আরও জানান, যখন আমাদের মেয়েরা আন্তর্জাতিক মঞ্চে “মেড ইন বাংলাদেশ” বুট পরে লড়বে। এই পদক্ষেপ প্রমাণ করে, আমরা শুধু স্বপ্ন দেখি না, নিজের মাটির শক্তি নিয়ে সেই স্বপ্ন বাস্তবেও রূপ দেই।
বাংলাদেশ জাতীয় নারী দলকেও ‘হুংকার’ বুট উপহার দিয়েছিল। সেই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে পার্টনারশিপে এসেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রবাসী ফুটবলারদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘নেক্সট গ্লোবাল স্টার’ বাছাইয়েও ‘হুংকার’ পৃষ্ঠপোষকতা করেছিল।