ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রশিক্ষণ কর্মসূচি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছে চীন। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ২০২৫ সালের জন্য দ্বিতীয় বাংলাদেশি কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করে।

২৯ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি তরুণ কূটনীতিকরা চীনের উন্নয়ন দর্শন, আধুনিকীকরণ প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক বন্ধুত্ব আরও গভীরভাবে বোঝার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, এটি কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা অর্জন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ যাত্রা।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ড. মো. নজরুল ইসলাম অংশ নেন। তিনি চীনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করে যাবে। বিশেষ করে প্রশিক্ষণ ও কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এই কর্মসূচিটি চীনা দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এবং এটি অংশগ্রহণকারী তরুণ কূটনীতিকদের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।