ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ দলকে সম্মান জানিয়ে পাক অধিনায়ক সালমান বলেন

rising sylhet
rising sylhet
জুলাই ১৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা।

 

বাংলাদেশ দলকে সম্মান জানিয়ে সালমান বলেন, এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।

 

আত্মবিশ্বাসী এই পাক অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক, ভালো খেলতে হবে। এখন যারা আছে, ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।

 

গত ৯ বছরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না সালমান। আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো, বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।