সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার পেয়েছেন সুখবর, আবার কয়েকজনের র্যাঙ্কিংয়ে হয়েছে অবনতি। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ সিরিজ জয়ের পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌম্য সরকার। তিন ম্যাচে ১৪০ রান করে র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি ঘটিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার বর্তমান অবস্থান ৬২ নম্বরে।
অন্যদিকে, সিরিজে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে নজর কেড়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। তিনি ৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৬২ নম্বরে।এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও পেয়েছেন র্যাঙ্কিং উন্নতির সুখবর। ৩.০৬ ইকোনমিতে ২ ম্যাচে ৫ উইকেট নেওয়ায় তিনি ২৪ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে ৯১ রান করলেও তিনি আগের মতোই ৩৫ নম্বর স্থানে রয়েছেন।নাজমুল হোসেন শান্ত ১ ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে। মেহেদী হাসান মিরাজের অবস্থান অপরিবর্তিত ৬৩ নম্বরে, তিন ম্যাচে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।
তানজিম ৪ ধাপ পিছিয়ে এখন ৭৭ নম্বরে, শরিফুল ২ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে। মুস্তাফিজ ২ ধাপ নেমে গেছেন ৬০ নম্বরে, আর তাসকিন আহমেদও ২ ধাপ পিছিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছেন।
তবে বোলারদের জন্য খবরটি সুখকর নয়। র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের।