বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপালের বিপক্ষের প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বুধবার (৫ নভেম্বর) থেকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দুপুর ২টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট এর ওয়েবসাইটে গিয়ে সমর্থকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
সমর্থকদের ভিড় ও টিকিটের চাহিদা বিবেচনায় এবার সম্পূর্ণ অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে বাফুফে। ফুটবলপ্রেমীরা কুইকেট ওয়েবসাইট থেকে ঘরে বসেই টিকিট কিনে নিতে পারবেন।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা।ভিআইপি টিকিট (ক্লাব হাউস ২) পাওয়া যাবে ১,০০০ টাকায়। এর আগে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিটও কুইকেটের মাধ্যমে বিক্রি করা হয়েছিল, যা বেশ সফল হয়েছিল বলে জানিয়েছে ফেডারেশন।
নেপালের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে। তবে সেই ম্যাচের টিকিট বিক্রির বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি বাফুফে।